আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

বরিশালে প্রথমবারের মতো বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও শান্তির ধর্ম ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম।

এতে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ ফেনী, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী জেলা এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এসময় বৃহত্তর চট্টগ্রাম সমিতি – বরিশাল এর সভাপতি মো: আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ আহনাফের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রিকেট বোর্ডের বিভাগীয় কোচ তানিম, বৃহত্তর চট্টগ্রাম সমিতি – বরিশাল এর সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্র কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রমুখসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর