আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা মডেল মসজিদের জমি চূড়ান্তে স্থান পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম গোলাম মোর্শেদ খান

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা মডেল মসজিদের জমি চূড়ান্তে স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম গোলাম মোর্শেদ খান।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকার গাছবাড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে মডেল মসজিদের জায়গা নির্ধারণ করা হয়েছে।

এদিকে চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ নির্মাণে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী লিটন মজুমদার, উপ বিভাগীয় প্রকৌশলী ফারহান শাহরিয়া, ইসলামিক ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, চন্দনাইশ ভূমি অফিসের সার্ভেয়ার আবু তাহের প্রমুখ।

স্থানীয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলমগীর, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আইয়ুব, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ, হাশিমপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবদুর রহমান শামা, চন্দনাইশ পৌরসভা ৯নং ওয়ার্ড এলডিপির সভাপতি জাফর আহমদ, হাজী নুরুল আলম, মো. মামুন, ব্যবসায়ী কে এম তছলিম, ব্যবসায়ী আবদুর রহিমসহ স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম গোলাম মোর্শেদ খানকে মডেল মসজিদ নির্মাণে প্রশাসনকে এলাকাবাসী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি মডেল মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন। কারণ মসজিদটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়ায় পেট্রোল পাম্পের পাশে দৃষ্টিনন্দন জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছে। আশেপাশে মডেল মসজিদের পাশে কোনো মসজিদ মাদ্রাসা নেই। ফলে বিশেষ করে এলাকাবাসী এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাতায়াতকারী যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা নামাজ আদায় করতে বিড়ম্বনায় পড়েন। মসজিদটি পরিদর্শনকৃত জায়গায় প্রতিষ্ঠিত হলে এলাকাবাসী ও যানবাহনে যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসল্লিদের বিশেষ উপকার সাধিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর