আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি:

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে মহড়া অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো, কামরুল হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, তপন কুমার পোদ্দার প্রমুখ।

মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর