আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) মাদ্রাসা সংলগ্ন তৈয়্যবিয়া তুফান আলী আবদুর রহমান জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা সেক্রেটারী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিকদার (বাবুল), বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক শরফুদ্দিন চৌধুরী কাজল, বাগদাদ গ্রোসারী মার্টের স্বত্বাধিকারী আবদুল মজিদ, মোহাম্মদ জাহেদ কোম্পানি, ওসমান সওদাগর, তকরীর পেশ করেন লেখক ও গবেষক মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী, মাওলানা আবদুল গফুর খান রেজভী, মাদ্রাসার সুপার মাওলানা মেকাম্মেল হক কাদেরী, মাওলানা রবিউল ইসলাম জালালি। বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্টাতা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, গাউসিয়া কমিটি বাংলদেশ হাশিমপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখার সভাপতি ডাক্তার ফরিদ আহমদ, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মোস্তাক আহমদ, আবুল খায়ের মেম্বার, হাজী আবু তাহের। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোখতার হোসেন শিবলী, জাকের হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মো. ইমতিয়াজ উদ্দিন মারুফ, আহমদুল্লাহ ছোটন, মনির আহমেদ, মো. আলী, আবদুর রাজ্জাক, মাহমুদুল হক, মনসুর সওদাগর, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাসান, আহমদ নবী, শাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর