আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বাড়ি ভিটার বিরোধে দুইপক্ষের সংঘর্ষে আহত ৮

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে ৯নং ওয়ার্ড পশ্চিম চর বরমা গ্রামে জমি সংক্রান্ত বাড়ি ভিটার বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সকালে ওই এলাকার ফরিদুল আলমের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বলে জানা যায়।

জানা যায়, ফরিদুল আলম গং ও শফিউল আলম গং এর সাথে বাড়ি ভিটার বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ফরিদুল আলম তার নিজস্ব ভিটায় বসতবাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে কাজ করতে থাকলে শফিউল আলম গং স্থানীয় ৭/৮ জন লোক নিয়ে দল বেধেঁ দেশীয় অস্ত্র-সস্ত্র হাতে নিয়ে বসতবাড়ি নিমার্ণে বাধাঁ দেয়। এসময় ফরিদুল আলম ও শফিউল আলম এর মধ্যে গালিগালাজ, কথা কাটাকাঠি এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়। ফরিদুল আলম গং এর আহতরা হলো ফরিদুল আলম (৬০), রাজিব উদ্দীন (২৪), বাদশা মিয়া (২১), শিপা আক্তার (২২), মিতু আকতার (১৮), নূর জাহান বেগম (৫০) আর শফিউল আলম গং এর আহতরা হলো নুরুল মোস্তাফা (৬০) ইয়াছমিন আক্তার (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ব্যাপারে রাজিব বাদী হয়ে থানায় ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রতিপক্ষ নুরুল মোস্তফা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

ঘটনাস্থল পরিদর্শন গিয়ে চন্দনাইশ থানার এস আই শাহিন আলম জানান, মারামারির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর