চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সারাদেশে চলমান অস্থিরতা সামাল দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রয়োগ ঘটানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চন্দনাইশ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইরফান উদ্দীন, যুগ্ম আহবায়ক রাসিম উল্লাহ মারুফ, সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য যথ৬ রাব্বি, হাবিবুর, মুমু, ওয়াহিদ, মিনহাজ, সাইমন ও শাহেদ, রাহাত, আব্দুল্লাহ ফাহিম, মুনতাসির, আরমান ও জুলাই যোদ্ধা আহত ফরহাদ উদ্দিনসহ কলেজের কয়েকজন ছাত্রী বক্তব্য রাখেন।
Leave a Reply