শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়ার পক্ষ হতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করা হয়।
পরে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ উপলক্ষে এক সভা বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কবির আহমদ মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে: লিয়াকত আলী, একুশে ফেব্রুয়ারী উদযাপন কমিটির আহবায়ক ও ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: জসিম উদ্দিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোরশেদুল আলম, জেলা -৩ এডিটর এপে. মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, উদযাপন কমিটির সদস্য সচিব এপে:আবদুর রহিম খন্দকার, সার্ভিস ডাইরেক্টর এপে : আবদুল্লাহ ফারুক রবি, উদযাপন কমিটির যুগ্ম আহবাক এপে: এস এম আবু হেনা, শিক্ষক শীরিন আকতার এপে: নাফিজ করিম চৌধুরী, মাহমুদুল হক প্রমুখ।
এতে বক্তারা বলেন মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য অনেক গৌরবের সেদিন সালাম,বরকত রফিক,জব্বররা নিজেদের জীবন বির্সজন দিয়ে মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এনে দিয়েছিলেন। আমরা তাদের শ্রদ্ধার সাথে আজীবন স্বরন রাখবো।
এ মহান দিনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার পটিয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছেন বক্তারা এপেক্স ক্লাব অব পটিয়ার সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
Leave a Reply