আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় ও শতবর্ষ পূর্তি উদযাপন

Spread the love

বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় ও শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, শিক্ষার্থীদের পোশাক বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। উদ্বোধক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ওয়াজেদ চৌধুরী অভি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব ) মো. আবুল কালাম।বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মো. বেলাল উদ্দিন চৌধুরী ও প্রাক্তন ছাত্র লোকমান গণি বাবুলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের

প্রধান শিক্ষক রাহেলা আক্তার। এসময় বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুখতোষ সিংহ ও কাজী মো. এনায়েত উল্লাহর বিদায় সংবর্ধনা দেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর