আজ ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশে ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৩৮৯

Spread the love

অনলাইন ডেস্ক:

অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে সারাদেশে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫১ জনকে। সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪০ জনকে। এ সময় একটি পাইপগান ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

আট দিন ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৪৮২ জনকে।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও এই অভিযান পরিচালনা করছেন পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর