অনলাইন ডেস্ক:
নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো-মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক প্রকাশ সোহেল (৪০), সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন অশিক (৩৫), রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবু আলম প্রকাশ মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো.নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২), বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান প্রকাশ নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) ও মো. বাপ্পী (২৩)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply