আরফাত হোসেন:
অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে রিনিক মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন, জহিরুল আলম তুহিন, মো. রাশেদুল হাসান, ঝুমলি চৌধুরী, হারুন, অদিতি সাহা, রিমু দেবী, জান্নাতুল নাঈম প্রমুখ। অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানটি একটি অনলাইন উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলা।
প্রতি বছর এইদিনটির জন্য অপেক্ষা করি সবার সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে। সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই চড়ুইভাতিতে বাচ্চাদের চকলেট খেলা, মহিলাদের হাড়িভাঙ্গা, পুরুষদের বেলুন খেলা সহ বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস। এইবার চট্টগ্রাম উওর কাট্টলির সাহেব বাবুর বৈঠক খানায় অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা। সংস্কৃতি অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৫ ।
Leave a Reply