নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এসো দেশ বদলায়-পৃথিবী বদলাই,নতুন বাংলা দেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৪ ও ৫ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতানের সভাপতিত্বে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ আলী, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, গবেষক , লেখক, সাংবাদিক আজাদ মনসুর,শিক্ষক গিয়াস উদ্দিন কাদেরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালেহা খানম শেলী , এডভোকেট মুজিবুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসাইন। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন,বেবী আক্তার, নাজনীন আহমেদ দোলন,সিরাজুল মোরসেলিন রুপা, ইয়াসির সুলতান,উম্মে সালমা শিমু।
এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন,নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা প্রধান শিক্ষক মোহাম্মদ আলম,স্কুল সহকারী শিক্ষক ইয়াসির সুলতান,জিয়াউর রহমান,নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্কুলটি দেশ প্রেমের একটি অন্যন্য দৃষ্টান্ত । প্রতিষ্ঠাতা আমেরিকান সিটিজেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহীদ উল্লাহ। তিনি দীর্ঘদিন আমরিকায় অবস্থান করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, রয়েছেন বলেই তিনি গরীব ও মেধাবী এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ঈদগাঁও উপজেলার অবেহলীত জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সুযোগ করে দিয়েছেন। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। দেশের মানুষের জন্য আন্তরিকতা, ভালোবাসা ( দেশপ্রেম) থাকলে সুদুর আমেরিকায় থেকে ও দেশ ও মানুষের কল্যাণে কাজ করা যায় তিনি এটাই প্রমাণ করেছেন। বক্তারা ওনার ও ওনার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতানের অক্লান্ত পরিশ্রমের ফলে খুবই অল্প সময়ে স্কুলটি ব্যাপক সুনাম ও পরিচিতি লাভ করেছে এবং এগিয়ে যাচ্ছে।
Leave a Reply