আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর নালাপাড়া বানী অর্চনা উদ্যােগের আন্তর্জাতিক বিশ্বতানের সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

চট্টগ্রামের উত্তর নালাপাড়া বানী অর্চনা উদ্যোগের আন্তর্জাতিক বিশ্বতান সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।২ জানুয়ারি বিকাল ৫ ঘটিকা রাধামাধব মন্দির প্রাঙ্গন এর আন্তর্জাতিক বিশ্বতান সাংস্কৃতিক সংগঠন কমিটি ও বীনা অর্চনা সহ পক্ষে অতিথি দেরকে ফুল ছিটিয়ে বরণ এবং ক্রেস্টসহ উত্তরী প্রদান করা হয়েছে। উল্লেখ্য আন্তর্জাতিক বিশ্বতান সাংস্কৃতিক সংগঠন পরিবারের প্রতিবন্ধী শিল্পী সহ অন্য নাচ গান শিল্পীদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়ী দেরকে সার্টিফিকেট বিতরণ করেন।অনুষ্টানটি উদ্বোধন করেন জনাব কামাল মোস্তফা চৌধুরী,প্রতিষ্ঠাতা ভাইস- চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

এই সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি শ্রী দীপক কুমার পালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি।আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ঢাকা আগত বিটিভি বেতার বেতার শিল্পী অশ্রু বড়ুয়া, চাইথোয়াইমং মারমা সাংবাদিক ও মানবাধিকারকর্মী সমাজ সেবক ও পার্বত্য বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক বিশ্বতান,বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত,বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শাহাজাহান,বীর মুক্তিযোদ্ধা খান দেওয়ান মামুন,সুজিত সরকার,প্রধান বক্তা ছিলেন শিপুল কুমার দে সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ,অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম।,পার্বত্য চট্টগ্রাম হতে অতিথি ছোট্ট মনি শিল্পী মেখিং চো,বিশেষ শিশুশিল্পী বিথী সিংহ ও অন্ধ শিল্পী প্রদীপ মজুমদার সহ আন্তর্জাতিক বিশ্বতানের শিল্পী গোষ্ঠীরা নাচ গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুনা বড়ুয়া ও আহ্বায়ক ছিলেন নিভু সেন।অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন নির্বাহী সভাপতি নিবেদিতা আচার্য্য, অপর্ণা রায় চৌধুরী। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা এবং ধন্যবাদ জানান উত্তর নালাপাড়া সাবর্জনীন বানী অর্চ্চনা উদযাপন পরিষদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর