আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেইলি রোডে বহুতল ভবনে আগুনে কমপক্ষে দুইজনের মৃত্যু

Spread the love

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ আগুনের ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। গণমাধ্যম কর্মীরা ভবন থেকে দুইজনের মৃতদেহ নামাতে দেখেছেন। কমপক্ষে ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি তিনি। ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর