আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু

Spread the love

অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত ৬ মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচজন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫), বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) মারা যান।

এছাড়া বৃহস্পতিবার ভোরে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক মুসুল্লি মারা গেছেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লি মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও রাজু (৪০) আহত হয়েছেন।

মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্বজনদের কাছে চারজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর