আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার অভিভাবক নির্বাচন সম্পন্ন

Spread the love

আরফাত হোসেন

চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অভিভাবক নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত অভিভাবক সদস্য নির্বাচিত হয়।

২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণকালে ৯২৬ জন অভিভাবক সদস্য ভোটারের মধ্যে ৩০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাওলানা সোলাইমান ফারুকী ২১৪, মো. আবদুল মজিদ ২০৬, মো. সোলাইমান ১৪৬, মো. ফখরুদ্দীন ৭৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর