আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ- কৃতি শিক্ষার্থী ও সিআইপিদের সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন- প্রবাসীদের শ্রমে কষ্টে অর্জিত রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করে- দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে। নিজের পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না। ডা. শাহাদাত হোসেন বলেন- আপনারা যারা আজ সবাই একটি সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটা ভালো উদ্যোগ। সরকারের কাছে আপনাদের অনেক চাওয়া – পাওয়া আছে। আমাদের সবাইকে সেই উদ্দেশ্যে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে এ ক্লাব সব প্রবাসীদের আস্থার ঠিকানা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ২০ জানুয়ারি সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র সভাপতিত্বে ও ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব- সিডিএ বোর্ড মেম্বার ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কঁচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ শাহ নওয়াজ, কেফায়েত উল্লাহ কিসমত, সিআইপি মোঃ মঈন চৌধুরী, আব্দুল মান্নান-সিআইপি, নাজিম উদ্দিন সিকদার, ইকবাল হোসেন।

সভাপতির বক্তব্যে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসী ক্লাব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রবাসীরা যাতে দেশে এলে তাদের একটা ঠিকানা হয় সেজন্য এ ক্লাবের পথচলা। তিনি প্রবাসী ক্লাবের সহযোগিত প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজম- প্রবাসী টেলিভিশন- প্রবাসী রিয়েল এস্টেট ও প্রবাসী গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান- দিদারুল আলম, আবু ইউসুফ মামুন- সোহেল সিকদার- নুরুল কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর