আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় হযরত নুরুউদ্দিন শাহ (রহ:)মাইজভান্ডারী ওরশ কাল শুরু

Spread the love

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় আওলাদে রাসুল গাউছুল আজম বাবা ভান্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান কেবলা কাবার এর অন্যতম খলিফা হযরত নুরুউদ্দিন শাহ (রহ:)মাইজভান্ডারী এর ২ দিন ব্যাপী বাষিক ওরশ শরীফ মহা সমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে কাল সোমবার বাদে জোহর খতমে কোরআন,মাজার শরীফে পুষ্পমাল্যদান,খতমে বুখারী, মিলাদ কিয়াম, জিয়ারত শেষে দেশ– জাতির কল্যাণ কামনা করে মোনাজাত।

পরশু মঙ্গলবার দিনব্যাপী খতমে কুরআন,ঈদে মিলাদুন্নবী দঃ মাহফিল, জিকিরে ছেমা,আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে এই মহান ওরশের সমাপ্তি ঘটবে। এতে দরবারের সকল আশেক ভক্তবৃন্দদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ হামিদুল ইসলাম রুমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর