আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪৩তম বিসিএস: ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ

Spread the love

অনলাইন ডেস্ক

সরকারি কর্ম কমিশনের সুপারিশে ৪৩তম বিসিএস থেকে ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার প্রজ্ঞাপনমূলে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

যোগদানকৃত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর