আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চন্দনাইশের ইউএনও রাজিব হোসেন

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

কনকনে শীত আর হিমেল বাতাসে কাঁপছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেশিরভাগ মানুষ। বিশেষ করে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত দুস্থ-অসহায় শিশু এবং বয়স্করা শীতে বেশি কাবু।

এমন অবস্থায় সোমবার মধ্যরাতে বৈলতলী ইউনিয়ন ও বরমা ইউনিয়নে কেশুয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেন। এ সময় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত অর্ধ-শতাধিক অসহায় শীতার্তদের গায়ে শীতের উষ্ণ কাপড় (কম্বল) জড়িয়ে দেন ও হাতে একটি করে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেন। কম্বল বিতরণের সময় ইউএনওর সঙ্গে ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. রাজিব হোসেন জানান, চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ফরিদা খানম স্যারের দিকনির্দেশনা মোতাবেক এই শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করা হয়।

তিনি জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয়ের এর দিক নির্দেশনা মোতাবেক সরকারের এই বিশেষ উপহার শীতার্তদের গায়ে জড়িয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছি।এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর