আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে তারুণ্যের উৎসব উদ্বোধন

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। সোমবার সকালে উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, কৃষি কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।

উদ্বোধনী র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারী-২০২৫ পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে তরুণদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর