চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক আগমন উপলক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় ও প্রস্তুতি সভা সাবেক কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি এম. আইনুল কবির, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ।
কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহামদুর রহমান বানু, ইউনিয়ন এলডিপি নেতা মোঃ আবু ছৈয়দ, মোঃ কামাল উদ্দিন, মাহামুদুর রহমান বাচা, নুরুল ইসলাম মিন্টু, মোঃ শাহাবুদ্দিন কোম্পানি, শাহাবুদ্দিন, মফিজুর রহমান, মীর কাসেম, আবদুল মান্নান, নুরুল আমিন, আবদুল মালেক, শাহাজাহান, জাকের হোসেন, নাছির উদ্দীন, মোঃ হারুন প্রমুখসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply