আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মসজিদ নিয়ে মোতাওয়াল্লী পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে মসজিদ নিয়ে মোতাওয়াল্লী পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪ টায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদের মোতাওয়াল্লীর পক্ষ থেকে আলহাজ্ব আফজল মিয়া সওদাগর সল্ট রিফাইনারি অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের মোতাওয়াল্লী ও খতিব মাওলানা খোরশেদ আলম রেজভী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে অভিযোগ উঠেছে। মসজিদটি ওয়াকফ স্টেইডের অন্তর্ভূক্ত হওয়ায় স্থানীয় একদল দূবৃর্ত্ত দীর্ঘ ১৬ বছর যাবত মসজিদের যাবতীয় সম্পত্তি সন্ত্রাসী কায়দায় নিজেদের দখলে নেওয়ার জন্য মোতাওয়াল্লী পরিবারের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও হয়রানি চালিয়ে আসছেন। সম্প্রতি দূর্বৃত্ত চক্রের এসব কর্মকান্ড মোতাওয়াল্লী পরিবারের উপর আরো হিংস্র হয়ে উঠেছে। এ ব্যাপারে আলমগীর গং বিভিন্ন অফিস আদালতে মোতাওয়াল্লী পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে বার বার প্রত্যাগত হওয়ার পর এখন আরো হিংস্র হয়ে উঠেছে। উপায়ান্তর না দেখে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি, সম্মানহানি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এসবের প্রতিবাদে মোতাওয়াল্লী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী ও খতিব মাওলানা খোরশেদ আলম রেজভী, নুরুল ইসলাম, আবদু সালাম, আজগর আলী, মোহাম্মদ মনছুফ আলী, আলহাজ্ব আবদুর রহমান, আহমদ হোসেন, মো: আয়ুব আলী, সিরাজ, মিজান, মোদাচ্ছের, পাবেল, তৌহিদ, ছগির আহমদ, ফেরদৌস, দিদার, মাহমুদ খোরশেদ, আবুল হোসেন, খাইরুল ইসলাম, মোজাম্মেল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর