আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪৯ দিনে কোরআন হাফেজ শিশুর স্বপ্নপূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ

Spread the love

অনলাইন ডেস্ক

মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করা নোয়াখালীর বিস্ময় শিশু হাবিবুর রহমানের স্বপ্ন পূর্ণ করেছেন শায়খ আহমাদুল্লাহ। হাবিবুর, যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী, কোরআন হেফজ শুরু করার পর মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্থ করে। তার এ অসাধারণ কৃতিত্বের কথা জানার পর শায়খ আহমাদুল্লাহ তাকে আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎ করেন।

শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেন, হাবিবুরের মেধা ও কৃতিত্ব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

হাবিবুরের মা ও শিক্ষকরা তার মেধা এবং আগ্রহের প্রশংসা করেন এবং তার ভবিষ্যতের জন্য দোয়া করেন। হাবিবুর নিজেও তার স্বপ্নের কথা বলেন, সে বড় আলেম হতে চায় এবং শায়খ আহমাদুল্লাহ হুজুরের মতো হতে চায়।

শায়খ আহমাদুল্লাহ লিখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

এছাড়াও তিনি বলেন, কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু’জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

তিনি হাবিবুরের সফলতার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বড় আলেম হিসেবে গড়ে উঠার জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর