মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশের পৌরসভার সদর বাজারে ৪ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তথ্যটি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ‘আজ সকালে চন্দনাইশ পৌরসভার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ২৪ হাজার ৫শত টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম , চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply