আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যা, আটক ঘাতক স্বামী জমির

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশে বিউটি আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। একইভাবে হত্যার জন্য ছুরি ধরে বসে আছেন মাকে গলায়! পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ঘণ্টার পর ঘন্টা চেষ্টা করে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। আটক ঘাতক যুবলীগ নেতা জমির উদ্দিন চৌধুরী (৪৮)।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন জমির উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলেও স্থানীয়ভাবে প্রচার রয়েছে।

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে উপজেলা যুবলীগ নেতা জমির উদ্দীন চৌধুরী তার স্ত্রী বিউটি আকতারকে ধারালো চুরি দ্বারা জবাই করে খুন করে। এ সময় তার মা শামসুন্নাহার (৯০) বউয়ের চিৎকার শুনে উদ্ধারের জন্য রুমে ঢুকলে জমির উদ্দীন তার মাকে গলায় চুরি ধরে জিম্মী করে রাখে এবং রুমের দরজা বন্ধ করে দে। এ খবর পুলিশ পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে ৩ঘন্টা যাবৎ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে অবশেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঝুঁকি নিয়ে রুমে দরজা ভেঙ্গে ঢুকে মাকে জীবিত উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পুলিশ জমির উদ্দীনকেও আটক করে থানায় নিয়ে যান। তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তবে হঠাৎ কী কারণে তার এমনকাণ্ড তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে শোনা যাচ্ছে। জমির উদ্দিন চৌধুরী ওই এলাকার মৃত নাছির চৌধুরীর ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

রাত ৯টার দিকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মাকে উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা মাকে জীবিত উদ্ধার করেছি। ঘাতক ব্যক্তিকে আটক করে থানায় রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর