নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি (সাসকস) কার্যকরী পরিষদ ২০২৪-২৫ সেশনের “অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা” তে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। গত ২৫ অক্টোবর সকাল ১০ টায় সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী দিয়ে এই যাত্রার সূচনা ঘটে। সংগঠনের সদস্য, শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এই র্যালী প্রাঙ্গণের বুকে ফুটিয়ে তোলে একাত্মতার চিত্র। সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রয়াসে, জুমার নামাজের পরে মধ্যাহ্নভোজে ১৫০০ জন মানুষের খাবারের আয়োজন করা হয়।
বিকেল ৫টায় শুরু হয় মূল অভিষেক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। শুরুতেই সাসকসের বিগত বছরগুলোর কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে সংগঠনের নিরন্তর প্রচেষ্টার স্বাক্ষর রেখে যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার এসিলেন্ট ফারিস্তা করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান, উপদেষ্টা অধ্যাপক আমান উল্লাহ আমান।
আরো উপস্থিত ছিলেন খান তালাত মাহমুদ রাফি, মো: রাসেল, মো: আলী, রেজাউর, মাহাতির সহ চট্টগ্রামের অন্যতম সমন্বয়কবৃন্দ। সভাপতিত্ব করেন সাসকসের পৃষ্ঠপোষক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আলম, পরিচালনা করেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব আরিফুল হক কায়সার। অনুষ্ঠানে বিশেষভাবে শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধ এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মুরাল উদ্ভোধন করেন উপস্থিত সমন্বয়করা। এই সময় চব্বিশের আন্দোলনের বিভিন্ন চিত্র নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা সবার মধ্যে দেশপ্রেমের প্রজ্জ্বলিত এক নতুন স্ফূরণ ছড়িয়ে দেয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয় গুণীজনদের হাতে। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রসমাজ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। রাত ৮টায় শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে পারাবার, সুরের মোহনা, এডভোকেট জুনাইদ শিবলী, মোহাম্মদ ইব্রাহিম, নেজাদ ই দীন সহ শিল্পীরা তাদের সুরের মূর্ছনায় সবার হৃদয়ে রঙিন স্মৃতির রূপকথা বুনে দেন।
আজাদ শেখের উপস্থাপনায় হাজারো মানুষ এ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন এবং তাঁদের প্রশংসাসূচক করতালিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের শেষ প্রান্তে সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতি তাদের এই মহতী আয়োজনের সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাতকানিয়া উপজেলা প্রশাসন, সাতকানিয়া থানা এবং বিভিন্ন সামাজিক সংগঠন, যারা এই আয়োজনে নানা ভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সাথে সাথে ভবিষ্যতে এমন উদ্যমী উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনের কর্তৃপক্ষ। একটি গৌরবময় দিনের সাক্ষী হলো সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণ। সম্মাননা, স্মরণ এবং সমাজকল্যাণের এ মহামিলন বয়ে আনুক নতুন প্রজন্মের মনে সামাজ সেবার প্রেরণা।
Leave a Reply