আজ ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বাসের সঙ্গে পিকআপ ভ্যানে সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু, আহত ২

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপভ্যানে (মিনি ট্রাক) মুখোমুখী সংঘর্ষে পিকআপভ্যানের চালক মোঃ আকতার হোসেন (৩৮) মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার দোহাজারী পৌরসভা ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যানের চালক মোঃ আকতার হোসেনের বাড়ি চট্টগ্রামে কদমতলী সদরঘাট এলাকার মনু মিয়ার ছেলে। গুরুতর আহতরা হলেন, মোঃ জালাল উদ্দীন (৩০) ও মিলন (৩১) পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগামী তিসা প্লাটিনাম যাত্রীবাহী বাস (চট্টো মেট্রো-ব-১১-১৯৫২) বেপরোয়া গতিতে এসে কক্সবাজারমুখী মালবাহী পিকআপভ্যানে (ঢাকা মেট্রো ন -১৯-৭৫৭৩) সঙ্গে মুখোমুখী সংঘর্ষে পিকআপভ্যানে চালক নিহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপভ্যানে চালক মৃত ঘোষণা করে আর ২জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দোহাজারী হাইওয়ে থানার এএসআই আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ও পিকআপভ্যানে মুখোমুখী সংঘর্ষের ঘটনায় পিকআপভ্যান চালক মারা গেছেন। আহত অন্যান্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর