আজ ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের, আহত ২০

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় রাস্তা পার হতে গিয়ে সৌদিয়া পরিবহনের বাসের (চট্ট মেট্রো ব- ১১-১৮৯১) ধাক্কায় বাইসাইকেল আরোহী মোঃ আলমগীর (৩৮) নামের এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দেওয়ার পর বাসটি রাস্তার রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেলে অন্তত ২০ বাসযাত্রী আহত হন বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আলমগীর উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়া আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী। আহত বাসযাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মনজুর মোরশেদ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে মোঃ আলমগীর বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি সৌদি বাস কক্সবাজার দিকে যাচ্ছিল। মোঃ আলমগীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় উঠলে তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর