আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মোবাইলে কোর্টে জরিমানা আদায়

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও অনিয়ম ঠেকাতে চট্টগ্রামের চন্দনাইশে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। উপজেলা পৌর সদর বাজারে পণ্যের মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠান ও অসাধু ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অহেতুক দাম বৃদ্ধি ঠেকাতে এ অভিযান পরিচলনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এ সময় সহযোগিতা করেন চন্দনাইশ থানার একটি পুলিশের টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর