নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাহফিল এর সর্ববৃহৎ প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল ১৯৭২ইং হতে প্রতি বছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ রবিউল আউয়াল ধারাবাহিক আয়োজন নিয়ে মহান আল্লাহর রহমত এবং শাহ সাহেব কেবলার কারামত হিসেবে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেন। এএইচএম শাকিল এর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুল হাদী এবং মাবরুর হোসাইন ছিদ্দিকী’র সুরলহরী হামদ পরিবেশন শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামি চট্টগ্রাম মহানগর আমির আলহাজ্ব শাহজান চৌধুরী, চুনতি আনজুমান ই ইখওয়ান ত্বরিকত এর খলিফা মুযায এবং শাহী জামে মসজিদ খতিব সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ প্রফেসর ডঃ এনামুল হক, অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান, চবি প্রফেসর ড.এনামুল হক মুজাদ্দেদী, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মোতোয়াল্লী সদস্য আবদুল বাসেত দুলাল, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ ফারুক হোসাইন, আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজী ভাষা ও সাহিত্যের অধ্যাপক সাদাত জামান খান মারুফ, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরেওয়ার আলম, মোতোয়াল্লী কমিটির এম মাহাবুবুল হক প্রমুখ। আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ এর দরাজ গলায় মিলাদ ও কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মোতোয়াল্লী কমিটির সভাপতি আল্লামা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ৫৪তম সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১৫ সেপ্টেম্বর উদ্বোধন এবং ০৩ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় প্রফেসর হেলাল উদ্দিন নোমান, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদ, দেশের সর্বক্ষেত্রে নবীর আর্দশ বাস্তবায়ন হয় আজ দেশের এই
Leave a Reply