মাঈন উদ্দীন হাসান: বর্তমানে আবাসন খাতে ৫০ লাখ কর্মসংস্থান রয়েছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রিহ্যাব নেতৃবৃন্দ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ-সভাপতি (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাবের পরিচালক লায়ন সুরুজ সর্দার, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ আবদুল কৈয়ূম চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য আবদুল কাইয়ুম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, সারিস্ত বিনতে নূর, নুর উদ্দিন আহম্মদ, মাইনুল হাসান প্রমুখ।
Leave a Reply