আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারীতে সনাতন ধর্মাম্বলম্বীদের মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে দোহাজারী সনাতন ধর্মাম্বলম্বীদের দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। দোহাজারী দক্ষিণেশ্বরী কালী মন্দির রথযাত্রা কমিটির আয়োজনে ও জাগো হিন্দু পরিষদ দোহাজারী কমিটির সহযোগিতায় প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান ৭ জুলাই ( রবিবার) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল গীতা পাঠ, প্রসাদ বিতরণ ও রথযাত্রা। সকাল ৮টা থেকে বিশ্ব শান্তি কামনায় গীতা পাঠ করা হয়। দুপুরে আগত বিবিন্ন এলাকা থেকে ভক্ত-বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিকাল ৪টায় মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে দেওয়ানহাট হয়ে দোহাজারী পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে উপস্থিত ভক্ত-বৃন্দ মিলিত হয়। ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের একত্রিত মন্দির প্রাঙ্গনে উপস্থিত হওয়া মিলন মেলায় পরিণত হয়।

দোহাজারী পৌরসভার দক্ষিণেশ্বরী কালী মন্দির রথযাত্রা কমিটির সভাপতি তুষার কান্তি নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিবাস বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত রথযাত্রা অনুষ্ঠান বক্তব্য রাখেন, সাবেক উৎসব কমিটির সভাপতি গোপাল নাথ বাবুল, উৎসব কমিটির সহ-সভাপতি মানিক ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা পিন্টু প্রসাদ নাথ, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, জাগো হিন্দু পরিষদ দোহাজারী পৌরসভার সভাপতি ভবতোষ শীল, সহ-সভাপতি পংকজ দেব নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত নাথ, উৎসব কমিটির উপদেষ্টা স্বপন বৈরাগী, মিলন নাথ, লিংকন নাথ, তন্ময় নাথ, উজ্জল চক্রবর্তী, সজল বৈরাগী, সহ প্রচার সম্পাদক সাগর নাথ, সদস্য দীপংকর নাথ, মন্তোষ নাথ, প্রফুল্ল রঞ্জন নাথ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর