আজ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন নুরুল ইসলাম

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে অনুমোদন প্রদানের বিষয়টি জানানো হয়। একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিযুক্ত করেন।

এ বিষয়ে নব নির্বাচিত নুরুল ইসলাম বলেন, ‌‘চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর