আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কালো মাস্ক পরে অভিনব প্রতিবাদ আইনজীবীদের

Spread the love

পূর্ব আলো ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণের প্রতিবাদে মুখে কালো মাস্ক পড়ে অহিংস প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এলডিপিসহ সাধারণ আইনজীবীরা। তবে এ নিয়ে মাঠ পর্যায়ে কোন কর্মসূচি পালিত হয়নি। অভিনব প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীরা মুখে কালো মাস্ক পড়ে আদালতে স্ব স্ব দায়িত্ব পালন করেছেন এবং প্রত্যেকে নিজের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছেন।

নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আইনজীবীদের এমন অভিনব প্রতিবাদ কর্মসূচি গত বুধবার আদালত পাড়ায় আলোচনা চলেছে। তবে মাঠ পর্যায়ে কোন কর্মসূচি পালন না করে শুধু ডিজিটালি প্রচারণার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল।

নবনির্বাচিত কমিটিকে নিয়ে এমন অহিংস প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জেলা বারের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, মুখে মাস্ক পড়ে যারা ফেসবুকে ছবি পোস্ট করেছেন, তারা ফ্যাসিস্টের দোসর। ফ্যাসিস্টের সুবিধাভোগী। আর যারা ফেসবুকে পোস্ট করেছেন, তাদের সংখ্যা মাত্র ২৩ জন। আট হাজার আইনজীবীর মধ্যে মাত্র ২৩ জন আইনজীবী এ কাজ করেছেন। ৫ আগস্টের আগে যাদের হাতে লাঠি ছিল। এ ২৩ জন আইনজীবীই মুখে কালো মাস্ক লাগিয়েছে। হাজার হাজার আইনজীবী আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তারা চট্টগ্রাম আদালতের ১৩২ বছরের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন।

তবে অহিংস প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, একেবারে ভোট ছাড়া অটোপাসের মাধ্যমে চট্টগ্রাম বারের দায়িত্ব নেয়ার ব্যাপারটি সাধারণ আইনজীবীরা মানতে পারেননি। তাই মুখে কালো মাস্ক পড়ে তারা অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ফেসবুকে পোস্ট করেছেন।

এ ব্যাপারে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদৎ হোসেন বলেন, কাউকে মনোনয়ন ফরম নিতে না দিয়ে বিএনপি-জামায়াত আইনজীবীদেরকেই শুধু ফরম দিয়ে তাদেরকে অটোপাস করিয়ে নেয়া হয়েছে। আমি তো ফরম নিতে গিয়ে রীতিমত অপমাণিত হয়েছি। আওয়ামী লীগ বা অন্যদেরকে কমিশনের কার্যালয়েই ঢুকতে দেয়া হয়নি। এখন মুখে কালো মাস্ক পড়ে ফেসবুকে পোস্ট দিয়ে কি হবে? এসব কর্মসূচির ফলপ্রসু কোন কার্যকারিতা নেই। আমি মনে করি, এগুলো ডিজিটাল প্রচারণা মাত্র।

বিষয়টি নিয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ বা অন্যদেরকে তো কোন ধরণের কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। পদে পদে বাধা, ভয়ভীতি, হুমকি হামলা করা হচ্ছে। এমন পরিস্থিতির মুখে প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তারা বেছে নিতে বাধ্য হয়েছেন। ডিজিটাল প্রচারণাকেই একমাত্র উপায় হিসেবে মনে করেছেন। তাই আইনজীবীরা মুখে কালো মাস্ক পড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর