নিউজ ডেস্ক: শিল্পকলা একাডেমি চট্টগ্রাম জেলার কালচারাল অফিসার আয়াজ মাবুদের সাথে বর্ষ বরণের শুভেচ্ছা বিনিময় করেন আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া দাশ প্রমুখ।
তিনি (আয়াজ মাবুদ) আন্তর্জাতিক বিশ্বতানকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি উন্মুক্ত মঞ্চে বর্ষ বিদায় অনুষ্ঠানের সুযোগ করে দেন। আন্তর্জাতিক বিশ্বতান টীম দারুণ ২ টা দলীয় গান পরিবেশন করেন। গান গুলো হলো- দুঃখটাকে দিলাম ছুটি আসবেনা ফিরে ও সোনার পালংকের ঘরে লিখে রেখেছিলাম।
আন্তর্জাতিক বিশ্বতানের আন্তরিকতায় তিনি (আয়াজ মাবুদ) অত্যন্ত আনন্দিত ও পুলকিত। তিনি সকল সংগঠন ও আন্তর্জাতিক বিশ্বতানের বর্ণাঢ্য অনুষ্ঠানে সকলের সাথে আনন্দময় কিছু সময় কাটান। আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের সকল সংগঠক- শিল্পীকর্মীর প্রতি আন্তরিক শুভ কামনা জানিয়েছেন।
পাঁচ বছরের সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন আন্তর্জাতিক বিশ্বতানের গৌরবের সাথে কাজ করাতে আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আশাবাদি এই সংস্কৃতি চর্চা বহুগুণে বেগবান হবে,সকলের কল্যাণ হবে, সংস্কৃতির জয় হবে।