চন্দনাইশ প্রতিনিধিঃ শুভ নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও রাজনীতিক ও চন্দনাইশের কৃতিসন্তান মরহুম মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত বিশ্ব পুকুরের বলি খেলার প্রায় ৯০ বছরের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার উখিয়ার কলিমুল্লাহ বলি।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর আয়োজনে বিকেলে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয়। এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলি খেলায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
গ্রামীণ ঐতিহ্যের এই খেলাটিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস থাকে প্রতিবছরই। বিকেল ৩টায় শুরু হওয়া বলি খেলা দেখতে ৩টার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোররা স্কুল মাঠে উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন। বলি খেলার সময় দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে উঠেছে। শতশত দর্শক স্কুল মাঠে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।
বলি খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রাশেদ, বান্দরবান পার্বত্য জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরিদুল আলম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বোরহান উদ্দিন, গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌসুল আলম, বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজসেবক মোঃ রায়হান সিরাজী, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির, উদ্দিন, সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন, বরমা ইউনিয়ন যুগ্ম সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সমাজসেবক নুরুল আমিন মিয়া, সমাজসেবক মোঃ আবুল কালাম বাচেক, সমাজসেবক মোঃ আবদুল আজিজ বাহাদুর, প্রবাসী মোঃ মহিউদ্দিন, সমাজসেবক মোঃ ইলিয়াস, সমাজসেবক মোঃ তানভীর, সমাজসেবক মোঃ তানভীর, সমাজসেবক মোঃ সৌরভ, সমাজসেবক মোঃ হাসমত আলী, সমাজসেবক মোঃ আবু তাহের, সমাজসেবক বড় মিয়া, সমাজসেবক হাজী ইউসুফ, সমাজসেবক মোঃ মাহবুব আলম, মোঃ রহিমসহ বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply