পটিয়া উপজেলার রেলওয়ে স্টেশনে গতকাল ১২ এপ্রিল বিকেল ৪টায় রেলওয়ে স্টেশন মিলনায়তনে এক বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু’র সঞ্চচালনায় প্রধান অতিথি ছিলেন অত্র পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন,স্টেশন মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দিনের বদলি ও স্টেশন মাস্টার মোহামমদ রাশেদুল আলমের পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টারের দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী স্টেশন মাস্টার মুহামমদ নেজাম উদ্দিন গত ৮ এপ্রিল মোহামমদ রাশেদুল আলম পাভেলকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে জানআলী হাট স্টেশনের দায়িত্ব গ্রহণ করেন।বৃটিশ পিরিয়ডের লাইন চট্টগ্রাম দোহাজারী শাখা লাইন।
উক্ত লাইনের ট্রেন বন্ধ হওয়ায় আজ হাজার হাজার যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এক সময়ে আমরা ট্রেনের হুইসেল শুনে লেখাপড়ার সময় নির্ধারণ করতাম।সকাল বেলায় কর্মমুখী মানুষের শহরে যাতায়াতের একটি ট্রেন চালু করা খুবই জরুরি বলে প্রধান অতিথি জয়নাল আবেদীন বক্তব্য বলেন।এতে প্রধান আলোচক ছিলেন অত্র পরিষদের উপদেষ্টা সাংবাদিক আবদুল হাকিম রানা,বিশেষ আলোচক ছিলেন অত্র পরিষদের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ মিয়া হাসান,নবাগত দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহামমদ রাশেদুল আলম পাভেল,বিদায়ী সংবর্ধিত অতিথি মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ অতিথি কাঞ্চন ভট্টাচার্য স্টেশন মাস্টার গুমদন্ডী,সাংবাদিক শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন নেজাম উদ্দিন ৪টি বছর দক্ষতার সাথে যে দায়িত্ব পালন করেছেন তা সত্যি প্রশংসনীয় ।
প্রশংসার স্বীকৃতি দিতে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ এগিয়ে আসায় হাজারো ধন্যবাদ।এতে আরো উপস্থিত ছিলেন অত্র পরিষদের সদস্যদের মধ্য মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সাধারণ সম্পাদক, শাহাআলম, খানমোহনা,আবুছৈয়দ,শাহ আলম, চট্টগ্রাম,কামাল খানমোহনা,গেইট কিপারদের মধ্যে উপস্হিত ছিলেন জুনায়েদ আলম,আবুল ফজল , জুনায়েদ হোসেন, রূপায়ণ দাশ,মামুন,সাইফুল, সাকের আলী, হাবিবা,বুকিং সহকারী রথিন রায়সহ প্রমুখ। বিদায়ী অতিথিকে অত্র পরিষদ ও গেইট কিপার পরিষদের পক্ষ হতে ক্রেষ্ট প্রদান করা হয়।পরিশেষে অত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন এর ব্যক্তিগত পক্ষ থেকে বিদায়ী ও চলতি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।
Leave a Reply