আজ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের মতবিনিময় সভায় ইমাম-খতিবদের কথা বলতে হবে: ধর্ম উপদেষ্টা

Spread the love

১২ এপ্রিল, ২০২৫ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ষোলশহরস্থ এলজিইডি ভবন মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার সুপারিশের বিষয়ে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আলহাজ্ব কাজী সৈয়দ মো. আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

ফোরামের সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মোহাম্মদ সাদেক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হক, মোহাম্মদ আলমগীর হোসাইন, বাংলাদেশ রেজিস্ট্রার সার্ভিসেস এসোসিয়েশন  সভাপতি ও জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া আজহারি, সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ইউসুফ, কাজী শাকের আহমদ চৌধুরী, রাউজান বাঘমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ আবুল বশর, কাজী আবু জাফর মুনিরী, কাজী হাসানুল করিম মুনিরী, কাজী ছাবের হেলী, কাজী সোলায়মান চৌধুরী, কাজী সৈয়দ আহমদ, কাজী সৈয়দ মাহমুদুল হক নঈমী প্রমূখ।

যৌতুক প্রথা বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মতবিনিময় সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। নগরীর এলজিইডি ভবনের প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বিভিন্ন ফোরামে ইমাম-খতিবদের কথা বলার সুযোগ আছে। সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমরা সবাই জানি, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ। কিন্তু শুধু শ্লোগান, ব্যানার, ফেস্টুন দিয়ে যৌতুক বন্ধে কাঙ্খিত ফল পাওয়া যাবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদের কথা বলতে হবে।’

বিয়ে নিবন্ধন নিয়ে অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, ‘বিয়ে নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান মানেন না। তারা অতিরিক্ত ফি আদায় করেন। এটা বন্ধ করতে হবে। ফি আদায়ের রশিদ দিতে হবে।’ ধর্ম উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ করেন। এছাড়া উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘অল্পদিনের মধ্যে’ ছয় লেনে উন্নীত হবে বলে আশ্বাস দেন। সভায় ফোরামের নেতারা বাল্যবিয়ে বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিয়ে নিবন্ধন এবং এর ফি তিনভাগে ভাগ করার জন্য সংস্কার কমিশনের সুপারিশ বাতিল এবং বিয়ের জন্য বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করার দাবি তোলেন। উপদেষ্টা এসব দাবি সরকারের ‍ঊর্ধ্বতন মহলে তোলার আশ্বাস দেন।

পূ-আলো ২৪.কম/এস.টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর