আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বরকলে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির সম্পন্ন

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের জাহানারা-মোনাফ ফাউন্ডেশন ও জেএমজি ফার্নিচার পৃষ্ঠপোষকতায় এবং চন্দনাইশ সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ১২ এপ্রিল শনিবার এ চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন হয়।

চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সভাপতি আলহাজ্ব মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চক্ষু চিকিৎসা শিবিরের আহবায়ক মো. আরশাদ উল্লাহ। চক্ষুশিবির পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন চন্দনাইশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুন নবী খান, সদস্য সচিব আ ন ম হাসান, ট্রাস্টি সদস্য হারুন উর রশিদ।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. একরাম হোসেন, আমিনুল ইসলাম, কার্যকরী পরিষদের সহ-সভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মো ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক নেজামুল হক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী পরিষদ সদস্য তাহের উদ্দিন, সাইফুদ্দীন, ডা. খাজা হোসেন কাউসার, মো. জহুরুল আলম শহিদ প্রমুখ।

চক্ষুশিবির পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাইদ, সদস্য রাকিবুল হক হেলালী, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসির আহবায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরান, সিফাত হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ক্যাম্পে ১ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং ছানি অপারেশন এর জন্য প্রায় ২৫০ জন রোগীকে বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের আগামী ১৪ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে ছানি অপারেশন করার কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর