কাল (১২ এপ্রিল, ২০২৫) শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ষোলশহরস্থ এলজিইডি ভবন মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করার সুপারিশের বিষয়ে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ রেজিস্ট্রার সার্ভিসেস এসোসিয়েশনের সভাপতি ও জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম খন্দকার জামিলুর রহমান, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া আজহারি।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ইউসুফ ও বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মোহাম্মদ সাদেক।
পূ-আলো২৪.কম/এস.টি
Leave a Reply