চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিপ্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক এম. ফয়সাল চৌধুরীর শ্রদ্ধেয় শ্বশুর সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রবীণ শিক্ষক হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ ইসমাঈল (৫৩) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) যোহরের নামাজ শেষে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন ৩নং ওয়ার্ড রসুলাবাদ মুন্সির মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply