শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর উদ্যোগে পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গত রবিবার (৮ এপ্রিল ) ২ টায় বিদ্যালয়ের হল রুমে উক্ত অনুষ্ঠানে স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফ্লাইট সার্জেন্ট (অব.)ও বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার সামশুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসুফ আলী সাওদাগর,আলহাজ্ব বাঁচা সাওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুহ হানিফ, আলহাজ্ব ফরিদুল আলম, আলহাজ্ব জাফর আহমদ, মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মনছুর আহমদ, আবুল কালাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, জনকল্যাণ আর্দশ উচ্চ বিদ্যালয় এর মাস্টার মোহাম্মদ ইউনুছ, ইছামতী এয়াকুব মরিয়ম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শিক্ষিকা লাকি চক্রবর্তী, তরুণ চোধুরী,
মোহাম্মদ নুরুল আলম, চুমকি চক্রবর্তী, মৌলানা আব্দুল মান্নান, ইকবালুর রহমান, নিজামুল আলম, সাংবাদিক সোহেল তাজ প্রমূখ। শিক্ষা সমাগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য বক্তারা আয়োজকেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এসএসসি ২০২৪ সালের এ+ পাপ্তদের সংবর্ধনা নগদ অর্থ প্রদান করা হয়।
পূ-আলো২৪.কম/এস.টি
Leave a Reply