আজ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় এসএসসি-১৯৯৯ ব্যাচের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

Spread the love

গত ৩০ মার্চ (রবিবার) দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুস সোবহান (রহ.) ও রাহাত আলী দারোগা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠানগ্ন থেকে প্রয়াত প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্য, শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন শিক্ষার্থী, বিশেষ করে অত্র বিদ্যালয়ের এসএসসি -৯৯ ব্যাচের ও সমগ্র বাংলাদেশের এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল শেষে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুস সোবহান (রহ.) এর মাজার জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন পটিয়া থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আয়ুব আলী সাথে ছিলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহবায়ক বন্ধু মহলের গর্ব আইইডিসিআর এর জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ওমর কাইয়ুম, এতে সহপাঠী বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসহাব উদদীন সিরাজী, মোহাম্মদ ইমরান, মো. লিয়াকত আলী, মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, মো.ফরহাদ হাসান, এসএম সাঈদ হোসেন সুমন, মো. কামাল হোসেন , সাঈদ মোহাম্মদ রাজজাক,আরফাতুর রহমান,জাফর আহমদ রাসেল, মোহাম্মদ জমির উদ্দিন, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি সৈয়দ মিয়া হাসান, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আরিফ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর