আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরায়েলি দখলদারিত্ব এবং নৃশংস গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) সকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। শেষে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সাঈদ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, যুবসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা মুহাম্মদ কামরুদ্দিন নুরী, মুহাম্মদ আরমান হোসাইন, হাফেজ সেকান্দর হোসাইন, আবদুন নবী, মুহাম্মদ শাহাজাহান, কাজী মুহাম্মদ সাঈদ হোসেন, মুহাম্মদ আসিফুল আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ রবিউল হোসাইন জালালী প্রমুখ।
Leave a Reply