আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহসুফি দরবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল (সোমবার) বাদে আছর বিক্ষোভ মিছিলটি দরবার শরীফ প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রৌশনহাট বাজার প্রদক্ষিণ শেষে দরবার শরীফে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’ ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই দিতে হবে, বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো স্লোগানে স্লোগানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রকম্পিত হয়ে উঠে। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম আহবায়ক মুহাম্মদ হাসান আলী। তিনি বলেন, ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন করছে। ইহুদীরা ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি তুলেন। এসময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি দরবার শরীফে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হলে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা: জি: আ:) ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মুনাজাত করেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুপার শাহজাদা মাওলানা খাজা মুহাম্মদ মোবারক আলী, সহ-সুপার শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া, শাহজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনছিুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম মেম্বার, আলহাজ্ব জসিম উদ্দিন কোম্পানী, মো. তৈয়ব আলী, মো. হাবিবুর রহমান, মো. রিদুয়ান, মো. আলমগীর, মুজিব উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর