চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর আওলাদে হাশিমপুরী হযরত মাওলানা তাজুল ইসলাম প্রকাশ মোয়াজ্জেম শাহ্ (রহ:) দোহিত্র ত্বনয় শাহাজাদী আলমাছ খাতুনের মেয়ে আছিয়া খাতুনের একমাত্র পুত্র দরবারের মোতায়াল্লী খাদেম কাজী আব্দুল গফুর তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান, আজ বাদে জোহর দক্ষিণ হাশিমপুর দরবার শরীফের মাঠে মরহুমের জনাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জনাজার নামাজে আপনারা দলে দলে শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করুন।
Leave a Reply