মো. নুরুল আলম, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চন্দনাইশ পৌরসভা ৭নং ওয়ার্ড মিজ্জির দোকান এলাকায় অবস্থিত হযরত গোলাম মহিউদ্দিন খলিফা (রহ.) এর নামে পুনঃনির্মিত ঐতিহ্যবাহী ’খলিফার দীঘি জামে মসজিদ’ বৃহস্পতিবার (৩ এপ্রিল) যোহরের নামাজের সময় মুসুল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
পুনঃনির্মিত জামে মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে খতমে কুরআন, খতমে বোখারী, মিলাদ ও দোয়া মাহফিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জহুরুল আলম শহিদ, মসজিদ কমিটির সভাপতি আলী নবী সওদাগর, সাধারণ সম্পাদক আবু ছালেক সজীব, অর্থ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, এলাকাবাসী পক্ষে আবু ছাদেক সিবলু, তৌহিদুল আলম, নজরুল ইসলাম শাহীন, প্রবাসী আহমদ হোসেন, নুরনবী সওদাগর, সাইফুল ইসলাম, আযম খান, সাইফুল ইসলাম রিংকু, নুরু সওদাগর, মোঃ রাসেল ভেন্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।
যোহরের নামাজের মধ্য দিয়ে মসজিদটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হয়। পুনঃনির্মিত এই মসজিদটিতে প্রায় এক হাজারের অধিক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। নতুন মসজিদের নামাজ পড়তে এসে উচ্ছ্বসিত মুসল্লিরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন।
পুনঃনির্মিত জামে মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস আলেমদের সমন্বয়ে পবিত্র খতমে কোরানখানি, বুখারী শরিফ, মিলাদ-কেয়াম ও দোয়া মাহফিল এবং মরহুম হাজী আবু বকর ছিদ্দিক প্রকাশ আবু সওদাগরের বার্ষিক ফাতেহা উপলক্ষ্যে মেজবানের আয়োজন করা হয়।
Leave a Reply