ঈদ মোবারক
মো: ওসমান হোসেন সাকিব
হাসি,খুশি,ভাতৃত্ব ও বন্ধন
ঈদুল ফিতরের ছন্দন।
ঈদ মোবারক,ঈদ মোবারক।
কচি-কাচা,তরুণ-তরুণী
উৎফুল্লে মেতেছে মন,
ঈদুল ফিতরের আগমন।
ত্রিশ সিয়াম সাধনার পরে
এসেছে ঈদ অনাবিল সুখ বয়ে।
বন্ধন মিলে মুসলিম বিশ্বে
রাগ-অভিমান পেছনে ঠেলে।
ঈদ মোবারক,ঈদ মোবারক।
সেমাই,সিন্নি,নতুন জামা-কাপড়
আরো কত কিছুর আয়োজন!
ধনী-গরীব ভেদাভেদ ভুলে
মিলে পরম বন্ধুত্বে।
ঈদ মোবারক,ঈদ মোবারক।
শিক্ষার্থী:- গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।
Leave a Reply