আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে নাগরিক পার্টির ইফতার বিতরণ ও গণ ইফতার

Spread the love

বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. হাসান আলী বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে মানুষের নাভির্শ্বাস হয়ে উঠেছে। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশের যে সরকার দায়িত্ব পালন করছেন, তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। সংস্কারের সুযোগ দিয়ে দেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ২৮ মার্চ (শুক্রবার) বিকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্ক তথা শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের জন্য দোয়া কামনায় সাধারণ মানুষের মাঝে জাতীয় নাগরিক পার্টির ইফতার বিতরণ ও গণ-ইফতারের আয়োজন করা হয়। মো. হাসান মুরাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. হাসান আলী, বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত হোসেন। আলোচনায় অংশ নেন, মো. রিকু, মো. ওবাইদুল হাসান ইমন, তোহিদুল ইসলাম সায়েদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর